কিভাবে Windows 10 S Mode রিমুভ করবেন

 উইন্ডোজ মূলত মাইক্রোসফট কোম্পানির রিলিজ করা একটা গ্রাফিকাল অপারেটিং সিস্টেম। আমরা যারা আমাদের দৈনন্দিন কাজে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, আমরা সকলেই Windows 10 S Mode অপারেটিং সিস্টেমের নাম জেনে থাকি।


আজকের আর্টিকেলে আমরা Windows 10 S Mode কী, Windows 10 S Mode বন্ধ করার উপায়, Windows 10 S Mode এর উপকারিতা ও অপকারিতা ইত্যাদি আলোচনা করবো। সুতরাং, যদি আপনি আপনার ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপ থেকে Windows 10 S Mode রিমুভ করতে চান বা Windows 10 S Mode সম্পর্কে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা Windows 10 S Mode এর বিস্তারিত নিয়ে আলোচনা করবো।

Windows 10 S Mode কী?

সর্বপ্রথম আমাদের জানা উচিৎ, আসলেই Windows 10 S Mode কী? Windows 10 S Mode হলো এমন একটি কনফিগারেশন, যা আপনাকে দ্রুত Boot টাইম, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ভালো সিকিউরিটি প্রদান করে থাকে। কিন্তু, আপনি এই Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে মাইক্রোসফটে না থাকা সফটওয়্যার সহজেই ব্যবহার করতে পারবেন না। 

Windows 10 S Mode কেনো ব্যবহার করবো?

তারপর আমাদের মনে যেই প্রশ্ন আসে, তা হলো কেনো আমাদের Windows 10 S Mode ব্যবহার করা উচিৎ? নিম্মে আমরা বিভিন্ন পয়েন্ট উল্লেখ করার মাধ্যমে Windows 10 S Mode ব্যবহারের উপকারিতা উল্লেখ করছি।

  • Consistent performance: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনাকে আপনার ডিভাইসের পারফরমেন্স নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। Windows 10 S Mode ব্যবহারের কারণে আপনার কম্পিউটারে সর্বদা পারফরমেন্স ভালো থাকবে।
  • Faster boot times: Windows 10 S Mode ব্যবহার করা সিস্টেমগুলো অন্যান্য সিস্টেমের তুলনায় খুব দ্রুত Boot বা Start হয়। মাইক্রোসফট এর টেস্ট অনুযায়ী Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে মাত্র ১৫ সেকেন্ডে কম্পিউটার Boot হয় বা তা অন্যান্য সিস্টেমের তুলনায় ৮০% দ্রুত। 
  • Longer battery life: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন সুরক্ষিত রাখতে পারবেন। কেননা, মাইক্রোসফট এর ভাষ্য অনুযায়ী Windows 10 S Mode ১৫% কম পাওয়ার খরচ করে এবং একবার চার্জের মাধ্যমে আপনি ১৪.৫ ঘন্টা ল্যাপটপ ব্যবহার করতে পারবেন।
  • Automatically save files to the cloud: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনার কম্পিউটারের সমস্ত ফাইল অটোমেটিক One Drive স্টোরেজে সেভ হয়ে যাবে, যা অবশ্যই একটি ভালো দিক।
  • Better security: Windows 10 S Mode ব্যবহারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে একটি ভালোমানের সিকিউরিটি পাবেন।

Windows 10 S Mode কেনো রিমুভ করবো?

আপনার কম্পিউটার থেকে Windows 10 S Mode কেনো রিমুভ করা উচিত, তা জানার জন্য নিচে কিছু পয়েন্ট উল্লেখ করছি।

  • You can only use Edge and Bing: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি কেবল সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে Edge এবং Bingo সাইট ব্যবহার করতে পারবেন, যা অবশ্যই একটি খারাপ দিক।
  • No third-party apps: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি কেবল মাাইক্রোসফট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। অন্যান্য কোন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না।
  • Limited support for accessories: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি প্রিন্টার, ওয়েবক্যাম সহ নানাবিধ সরঞ্জামাদির ক্ষেত্রে তেমন একটি সাপোর্ট পাবেন না। 
  • No OS customization and configuration tools: Windows 10 S Mode ব্যবহার করাবস্থায় আপনি Command Prompt, Windows Registry, Troubleshoting সহ অন্যান্য কনফিগারেশন ব্যবহার করতে পারবেন না।

কিভাবে Windows 10 S Mode চেক করবো?

যদি আপনি জানতে চান যে আপনার পিসিতে Windows 10 S Mode চালু আছে কি না, তাহলে নিম্মোক্ত নিয়মগুলো অনুসরণ করুন।

  • সর্বপ্রথম সার্ট মেনুতে ক্লিক করুন। তারপর সেখান হতে Setting অপশনে প্রবেশ করুন।
  • তারপর System অপশনে ক্লিক করুন।
  • এবং স্লাইডবার থেকে About অপশনে ক্লিক করুন।
  • সেখানে আপনি Windows specifications সেকশনে Edition দেখতে পাবেন। যদি আপনার কম্পিউটারে Windows 10 S Mode চালু থাকে, তাহলে আপনি তা সেখানে দেখতে পাবেন।

কিভাবে Windows 10 S Mode বন্ধ করবো?

যদি আপনার ডিভাইসে Windows 10 S Mode চালুু থাকে এবং আপনি তা বন্ধ করতে চান, তাহলে নিম্মের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

  • Windows 10 S Mode বন্ধ করার জন্য প্রথমে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করুন।
  • তারপর সেখান হতে সেটিংস অপশনে ক্লিক করুন।
  • তারপর Update & Security অপশন চুজ করুন।
  • তারপর আপনি স্লাইডবার হতে Activation অপশনটি পাবেন, তাতে ক্লিক করুন।
  • তারপর Go to the store অপশনে ক্লিক করুন। স্টোরে প্রবেশ করার পর আপনি একটি প্যাকেজ দেখতে পাবেন উইন্ডোজ লগো সহ। তাতে ক্লিক করুন।
  • তারপর উক্ত প্যাকেজে Description এর নিচে Get নামে একটি বাটন পাবেন, তাতে ক্লিক করুন।
  • তারপর Install অপশনে ক্লিক করুন এবং সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। .

এইভাবে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ হতে Windows 10 S Mode রিমুভ করতে পারবেন। Windows 10 S Mode নিয়ে আমাদের আজকের আর্টিকেল আপনার কেমন লেগেছে, তা কমেন্ট করে জানাতে পারেন। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪